lyric বাংলাদেশ (জেমস)

বাংলাদেশ (জেমস) তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম […]

lyric আমার পরান যাহা চায়

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো।। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো।। আমি তোমার […]

lyric title

কোন নব চঞ্চল ছন্দে ।। মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে। অম্বর প্রাংগন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে ।। কার […]

lyrics ও আমার বাংলা মা তোর

  শিল্পী- সাবিনা ইয়াসমীন কথা- আবুল ওমারাহ মোঃ ফকরুদ্দিন সুর- আলাউদ্দিন আলী ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, ও আমার বাংলা মাগো।। ফাগুনে তোর কৃষ্ণচুড়া পলাশ বনে কিসের হাসি চৈতী রাতে উদাস সুরে […]